অনলাইন ডেস্ক
চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে টেকনোলজিস সিঙ্গাপুরে ডিজিএক্স ল্যাব চালু করেছে। এর ল্যাবের মাধ্যমে মোবাইল ডেভেলপারদের বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি যেমন কোর কিটস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অগমেন্টেড রিয়েলিটের বিভিন্ন রিসোর্স ও অ্যাক্সেস প্রদান করা হবে।
এছাড়া সিঙ্গাপুরের স্থানীয় অ্যাপের সংখ্যা বাড়াতেও কাজ করবে হুয়াওয়ে। গত বছরে দেশটিতে নতুন ডেভেলপার নিবন্ধনের ১৪৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আর এই প্রবৃদ্ধিকে ধরে রাখতে সিঙ্গাপুরের বাজারে বিশেষ নজর দিচ্ছে কোম্পানিটি।
হুয়াওয়ে মোবাইল ইউনিট ‘হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস (এইচএমএস) এর নেতৃত্বে এই ল্যাবটি সিঙ্গাপুরের চাঙ্গি বিজনেস পার্কে পরিচালিত হবে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এটিই প্রথম ল্যাব বলে এক বিবৃতিতে জানিয়েছে হুয়াওয়ে।
মোবাইল ডেভেলপাররা অ্যাপ ডেভেলপমেন্টের পুরো প্রক্রিয়া জুড়ে এই ল্যাব থেকে সহায়তা পাবেন। বিভিন্ন রিসোর্স অনলাইনে পাওয়া যাবে এবং ভার্চুয়ালি এই অঞ্চল থেকে অ্যাক্সেস করা যাবে।
Discussion about this post