নিউজ ডেস্ক
বিভিন্ন রাষ্ট্রের তথ্য-উপাত্ত উপস্থাপন করে ডিজিটাল নিরাপত্তা আইনে কঠোরতার যৌক্তিকতা তুলে ধরেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘আমাদের দেশের এ আইনের ষষ্ঠ অধ্যায়ে যে শাস্তির বিধান রয়েছে, তা ভারতের ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের ১১তম অধ্যায়ে এবং পাকিস্তানের প্রোটেকশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্টের ১৮ ধারায় আছে। এছাড়া যুক্তরাষ্ট্রে কম্পিউটার ফ্রড অ্যান্ড অ্যাবিউজ অ্যাক্ট, যুক্তরাজ্যে কম্পিউটার মিসইউজ অ্যাক্ট, নেপালে ইলেক্ট্রনিক ট্রানজেকশন অ্যাক্ট, সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল ডিক্রি ল অব ২০১২ অন কমব্যাটিং সাইবার ক্রাইমস, জার্মানিতে নেটওয়ার্ক এনফোর্সমেন্ট অ্যাক্ট ২০১৭, অস্ট্রেলিয়ায় সাইবার ক্রাইম লেজিসলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১২, সিঙ্গাপুরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট ২০১৮—এ ধরনের আইন আছে। উন্নত দেশগুলোতেও এ ধরনের অপরাধের ক্ষেত্রে গ্রেফতার এবং শাস্তির বিধান করা হয়।
তবে অবশ্যই আমিও আপনাদের মতো এই আইনের যাতে কোনও অপপ্রয়োগ না হয়, সেজন্য সতর্ক থাকার পক্ষে।’
সোমবার (১ মার্চ) সচিবালয়ে সংবাদিকদের সঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আলোচিত এই আইন বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।
Discussion about this post