অনলাইন ডেস্ক
চলতি বছরের শেষ নাগাদ নিজস্ব ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি উন্মোচনের পরিকল্পনা নিয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন এই তথ্য। জানিয়েছেন, বৈদ্যুতিক গাড়ি বানাতে রাষ্ট্রীয় মালিকানাধীন চ্যাংগান অটোমোবাইল এবং অন্যান্য নির্মাতা প্রতিষ্ঠানের কারখানা ব্যবহার করবেন তারা। ইতোমধ্যেই এ নিয়ে আলোচনাও শুরু হয়েছে।
হুয়াওয়ের ভোক্তা ব্যবসায় বিভাগের প্রধান রিচার্ড ইউ জানিয়েছেন, বড় পরিসরে বাজারে বৈদ্যুতিক গাড়ি আনতে আলোচনা চলছে বেইজিং-ভিত্তিক বিএআইসি গ্রুপের ব্লুপার্ক নিউ এনার্জি টেকনোলজির সঙ্গেও।
এর আগে বৈদ্যুতিক গাড়ি বানাতে টেসলা প্রধানের সঙ্গে কয়েক দফা আলাপ করেছেন আরেক চীনা প্রতিষ্ঠান শাওমির প্রধান লেই জুন। তবে কৌশলগত এই সিদ্ধান্ত হিসেবে এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করেননি তিনি।
Discussion about this post