অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি তাঁর প্রথম টুইটটি নিলামে বিক্রি করতে যাচ্ছেন। নিলামে তোলার পর আজ রোববার পর্যন্ত টুইটটির দাম উঠেছে আড়াই মিলিয়ন মার্কিন ডলার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রোববার পর্যন্ত জ্যাক ডরিসের টুইটটির দাম ওঠে আড়াই মিলিয়ন ডলার। সর্বোচ্চ এই দাম এসেছে ব্লকচেইন প্ল্যাটফর্ম ট্রোনের প্রতিষ্ঠাতা জাস্টিন সানের কাছ থেকে। তিনি স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিটটরেন্টেরও প্রধান।
টুইটটি ‘নন-ফানজিবল টোকেন’ (এনএফটি) হিসেবে বিক্রি হবে। টুইটটির ক্রেতা একটি সনদ পাবেন। সনদে জ্যাক ডরসির ডিজিটাল সই থাকবে। সঙ্গে থাকবে মূল টুইটের মেটা ডাটা। মেটা ডেটায় অন্তর্ভুক্ত থাকবে টুইটটি পোস্ট করার সময়, টুইটের কনটেন্ট ইত্যাদি।
Discussion about this post