বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি পৃথিবী থেকে ১০ কোটি আলোকবর্ষ দূরের একটি গ্যালাক্সির ছবি প্রকাশ করেছে। যেখানে নীলচে আলোয় মোড়া প্রচুর গ্রহ ও তারার সমাহার দেখা যাচ্ছে।
সোমবার (৮ মার্চ) নাসা তাদের অফিশিয়াল টুইটারে নতুন এই ছবি প্রকাশ করে। যার নাম দেয় এনজিসি-২৩৩৬।
‘দেখুন, গ্যালাক্সি এনজিসি-২৩৩৬, যেটি একটি ছায়াপথ থেকে প্রায় ১০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। ১৮৭৬ সালে জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম টেম্পেল এটি আবিষ্কার করেছিলেন।’
এই গ্যালাক্সির যে ছবি নাসা প্রকাশ করেছে, তাতে অদ্ভুত এক নীল আলো ছড়িয়ে রয়েছে পুরো গ্যালাক্সিজুড়ে। এতেই আরও মোহনীয় ছবি পেয়েছে পৃথিবী। মহাকাশের অপার রহস্যে ঘেরা নীলচে গ্যালাক্সির প্রেমে পড়েছেন বহু মহাকাশপ্রেমী।
য়ে সহজেই ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা-বাণিজ্য সহজ হবে।
Discussion about this post