নিউজ ডেস্ক
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, যে প্রযুক্তি মানুষের কল্যাণে কাজে আসে না সেই প্রযুক্তির কোন মূল্য নাই। যে প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হয় ও যে প্রযুক্তি মানুষের জীবনধারা পাল্টে দেয় বাংলাদেশ এখন এই সকল প্রযুক্তি উদ্ভাবনের নতুন সময়ে উপনীত হয়েছে।
তিনি বলেছেন, অতীতের তিনটি শিল্প বিপ্লবের সাথে চতুর্থ শিল্প বিপ্লবের বৈশিষ্ট মিলানো যাবে না, তুলনার বিষয়ও নয়। এই যুগে মেধা, সৃজনশীলতা ও যোগ্যতা ব্যবহার করতে না পারলে ডাইনোসরের মতো হারিয়ে যেতে হবে।
মন্ত্রী গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ওকে- দোয়েল এবং বাঘ আইওটি ভিহ্যাকল এর সাথে মোবাইল অপারেটর রবির চুক্তি স্বাক্ষর উপলক্ষে্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে ‘ওকে দোয়েল’কে ইন্ডাস্ট্রিয়াল সিম সরবারহের মাধ্যমে ডেটা কানেক্টিভিটি, মনিটরিং সক্ষমতা এবং ডিজিটাল বিনোদন নিশ্চিত করতে একটি কৌশলগত চুক্তি করে মোবাইল অপারেটর রবি।
রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং ‘ওকে দোয়েলে’র প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এসময় রবি’র এমডি এবং সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “আমরা সবসময় উদ্ভাবন ও নতুন প্রযুক্তির সাথে যুক্ত থেকেছি। ‘ওকে দোয়েল’ এ ইন্ডাস্ট্রিয়াল সিম সরবারহের মাধ্যমে আমরা ডেটা কানেক্টিভিটি, মনিটরিং সক্ষমতা এবং ডিজিটাল বিনোদন নিশ্চিত করব। বাঘ মোটরস পরিবেশকে সুরক্ষিত রাখতে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করছে। আমি বিশ্বাস করি, আমাদের অত্যাধুনিক প্রযুক্তি এবং তাদের পরিবেশ বান্ধব উদ্ভাবনী উদ্যোগের সমন্বয় ইন্ড্রাস্ট্রিতে আমূল পরিবর্তন আনবে।”
Discussion about this post