অনলাইন ডেস্ক
গত বুধবার গণমাধ্যমে একটি অপ্রকাশিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। ঐ অনুষ্ঠানে নতুন স্মার্টফোন উন্মোচিত হবে। খবর জেডডি নেট।
আগামী ১৭ মার্চ ইএসটি সময় সকাল ১০ টায় ভার্চুয়াল অনুষ্ঠান শুরু হবে। স্যামসাংয়ের নিউজরুম সাইট এবং স্যামসাংয়ের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
অনুষ্ঠানে কমপক্ষে নতুন মডেলের দুইটি স্মার্টফোন উন্মোচিত হবে। মডেল দুটি হলো গ্যালাক্সি এ৫২ এবং গ্যালাক্সি এ৭২। ফাইভজি সুবিধাসহ বেশকিছু ফ্ল্যাগশিপ ফিচার থাকবে এই ফোনে। যদিও এটি ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২১ সিরিজের থেকে কমদামি হবে।
গ্যালাক্সি এস২১ বিক্রি শুরুর প্রায় দেড় মাস পরেই নতুন ফোন উন্মোচিত হতে যাচ্ছে। স্যামসাং জানিয়েছে, দক্ষিণ কোরিয়াতে গ্যালাক্সি এস২০ যতোটা বিক্রি হয়েছিলো তার চেয়ে প্রায় ৩০ শতাংশে বেশি বিক্রি হচ্ছে এস২১।
Discussion about this post