অনলাইন ডেস্ক
আর্থিক লেনদেনে অনিয়ম, খরচ ও হয়রানি রোধে ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি) চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। ইতোমধ্যেই ডিজিটাল মাধ্যমে আন্তঃলেনদেনের এই প্লাটফর্মে যুক্ত হয়েছে মোবাইল ওয়ালেট বিকাশ।
অল্পদিনের মধ্যেই দেশের প্রতিটি ব্যাংক এবং আর্থিক লেনদেন প্রতিষ্ঠানগুলো এই প্লাটফর্মে যোগ দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ‘লিভিং নো মাইক্রো-এজেন্টস বিহাইন্ড ইন দ্য ডিজিটাল এরা ইন বাংলাদেশ’ সম্মেলনে দেয়া বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনসিডিএফ এর হেড অব করপোরেশন ডেলিগশন মৌরিজিও সিয়ান এবং বাংলাদেশে জাতিসংঘের নিযুক্ত আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখোপাধ্যায়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব আসাদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, আইডিটিপির ক্রেডিট রেটিং ও স্কোরিং সুবিধা ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেয়ার পথ উন্মুক্ত করবে।
তিনি আরও জানান, এ মাসেই সেবা এক্সওয়াই জেড এবং স্টার্টআপ বাংলাদেশ কোম্পানির মধ্যে অংশীদার চুক্তি হতে যাচ্ছে। এর ডিজিটাল ইআরপি সল্যুশনের মাধ্যমে বিনা জামানতে ঋণ সুবিধা পাবেন প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।
পলক বলেন, ডিজিটাল অর্থনীতির যুগে বাংলাদেশ যেন পিছিয়ে না পড়ে সে জন্য বিনিয়োগের প্রয়োজনীয়তা, আমাদের অগ্রগতি পর্যবেক্ষণ, উন্নয়ন অংশীদার ও বিনিয়োগকারীদের সহায়তায় আমরা এমডিডিআরএম-এর মতো উদ্যোগকে সম্প্রসারিত করছি।
চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের জন্য পাঁচটি জাতীয় কৌশল প্রণয়ন করেছে উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, রোবটিক্সের জন্য জাতীয় কৌশল, জাতীয় ব্লকচেইন, ন্যাশনাল ইন্টারনেট অব থিংস কৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তার জাতীয় কৌশল এবং মাইক্রোপ্রসেসর ডিজাইন সক্ষমতা অর্জনে কৌশল নির্ধারণ করা হয়েছে যা আমাদে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ় ভিত রচনায় সহায়তা করবে।
Discussion about this post