শিক্ষার আলো ডেস্ক
“মুজিববর্ষ ২০২০” উদ্যাপন উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ কর্তৃক আয়োজিত “ডিজিটাল বিপ্লবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগ ও নিরাপদ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল স্বাক্ষরের গুরুত্ব” শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে আজ পুরস্কার বিতরণ করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ এর প্রধান নিয়ন্ত্রক মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম।
প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন এর হাতিয়ার হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) এর সদস্য পদ লাভ করে বাংলাদেশ। তিনি বলেন বঙ্গবন্ধু টেলি টেলিযোগাযোগ সংক্রান্ত প্রযুক্তির বিকাশে বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনের মাধ্যমে দেশে তথ্যপ্রযুক্তি সূচনা করে গেছেন। কারণ বঙ্গবন্ধু অনুধাবন করেছিলেন প্রযুক্তি ছাড়া সোনার বাংলা বিনির্মাণে সম্ভব নয়। সিনিয়র সচিব বলেন এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ তথ্য প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন আইসিটি বিভাগের ইনফো সরকার প্রকল্প এর মাধ্যমে ইউনিয়ন পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে গেছে।বর্তমানে গ্রাম ও শহরের মধ্যে ডিজিটালি কোন তফাৎ নেই।গ্রামের মানুষ শহরের সকল সুবিধা ভোগ করছে বলে তিনি উল্লেখ করেন।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, আয়োজিত প্রতিযোগিতায় তিনটি বিভাগের ‘ক’ বিভাগ (অষ্টম-দশম), ‘খ’ বিভাগ (একাদশ-দ্বাদশ) ও ‘গ’ বিভাগ (স্নাতক-স্নাতকোত্তর) শ্রেনীতে মোট ১০০৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রতিযোগীদের মধ্যে সর্বোচ্চ ৩৩ শতাংশ ঢাকা এবং ২৯ শতাংশ চট্টগ্রাম বিভাগ এবং বাকি ৬ টি বিভাগ হতে ৩৮ শতাংশ অংশগ্রহণ করেছেন।
ক-বিভাগ
১ম -মোঃ আলী হাসান মুন্না (দশম শ্রেণী, বিজ্ঞান বিভাগ, মির্জাপুর ক্যাডেট কলেজ)
২য় -শাদমান শাহরিয়ার অর্নব (দশম শ্রেণী, বিজ্ঞান বিভাগ, পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়)
৩য় -হৈমন্তী রায় হিমু (দশম শ্রেণী, বিজ্ঞান বিভাগ, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
খ-বিভাগ
১ম -লিমন দত্ত (দ্বাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ)
২য় -নাসিফ আহমেদ প্রত্যয় (দ্বাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ)
৩য় -তাহিরা আফিফা (একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম)
গ-বিভাগ
১ম- নিশাত তাসনিম চৌধুরী {ফার্মেসী বিভাগ, ২য় বর্ষ (সম্মান), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়}
২য় -আকিভা আক্তার সুইটি (মাস্টার্স, হর্টিকালচার বিভাগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)
৩য় -ইসরাত জাহান {উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ৩য় বর্ষ (সম্মান), চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়}
Discussion about this post