অনলাইন ডেস্ক
অনেকটা চুপিসারে সনি এক্সপেরিয়া ইউটিউব চ্যানেলের ব্যানার পাল্টেছে সনি। এই ব্যানার থেকে জানা গেছে, দুই সপ্তাহের মধ্যেই উন্মোচিত হবে নতুন ডিভাইস। খবর এনগ্যাজেট।
ব্যানারের তথ্য অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল জাপান সময় বিকেল সাড়ে চারটায় নতুন এক্সপেরিয়া পণ্য উন্মোচন করা হবে। আর শীর্ষ ভিডিও প্লাটফর্মটিতে অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার করবে সনি।
তবে ঐদিন কোন ধরণের পণ্য উন্মোচন করা হবে সেটি সম্পর্কে কিছুই জানায়নি সনি। তবে ধারণা করা হচ্ছে, এক্সপেরিয়া ১ ।।। মডেলের ফোন উন্মোচন করতে পারে কোম্পানিটি। অন্যান্য কোম্পানির ফ্ল্যাগশিপ মডেলের ফোনের স্পেসিফিকেশন থাকবে এই ফোনে। থাকবে ৬.৫ ইঞ্চির ফোরকে ওএলইডি ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও ২১:৯ এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সনির সাইবারশট ডিভিশনের তৈরি পেরিস্কোপ লেন্স ব্যবহার করা হবে ফোনটিতে।
ফোনটিতে থাকতে পারে স্মার্টফোনের জন্য সর্বশেষ প্রিমিয়াম প্রসেসর ‘কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮’। এছাড়া থাকতে পারে ১৬ গিগাবাইট পর্যন্ত র্যাম এবং ৫১২ গিগাবাইট স্টোরেজ। ৫০০০ এমএএইচ ব্যাটারি সম্বলিত ফোনটিতে হেডফোন জ্যাক এবং এসডি কার্ড স্লট থাকতে পারে।
Discussion about this post