অনলাইন ডেস্ক
করোনার স্থবিরতায় ফেসবুক ও ইন্সটাগ্রামে দক্ষতা উন্নয়নে কাজ করছে হোম একাডেমি। এই প্লাটফর্মটি তৈরি করেছে ১৭ বছরের তরুণ উদ্যোক্তা তাহা মাসুদ। সেখান থেকে ইতোমধ্যেই প্রশিক্ষণ নিয়েছে ৪০০ জন তরুণ। এদের মধ্যে ৩০০ জনই ঘরে বসে আয় করা শুরু করেছেন।
আর এই উদ্যোগকে আরো বেগবান করতে হোম একাডেমি প্লাটফর্মকে অ্যাপে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মেও যেন এই সেবা দেয়া সম্ভব হয় সেজন্য আইসিটি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পের অধীনে এই অ্যাপ দুটি তৈরি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
সন্তানের কাছ থেকেই এমন নিভৃতচারী উদ্যোগের কথা জেনে সোমবার প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে এই ঘোষণা দেন জুনাইদ আহমেদ পলক।
এসময় ‘নির্বাচনের জন্য নয় নেতৃত্ব প্রজন্মের জন্য’ বাগধারায় অনুপ্রাণিত হয়ে মন্ত্রী বলেন, এই উদ্যেশ্য নিয়েই আমরা উদ্ভাবনী সমাধান দেয়া তরুণদের সহায়তায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
Discussion about this post