অনলাইন ডেস্ক
নাসার ইনজেনুইটি হেলিকপ্টার অধিক প্রত্যাশিত তৃতীয় ফ্লাইট সম্পন্ন করেছে। স্পেস ডটকম জানিয়েছে, এবার হেলিকপ্টারটি ঘন্টায় সাড়ে চার মাইল গতিতে ১৬৪ ফুট উত্তরে ভ্রমণ করেছে। আর এই দূরত্ব একটি ফুটবল মাঠের দৈর্ঘ্যের অর্ধেক।
অনেকেই মনে করতে পারেন খুব বেশি দূরত্বে তো যায় নাই, তাদের জন্য তথ্য হলো দ্বিতীয় ফ্লাইটে হেলিকপ্টারটি ঘন্টায় ১.১ মাইল গতিতে মাত্র ১৩ ফুট দূরত্বে ভ্রমণ করেছিলো। ফলে মঙ্গলে ভ্রমণ করা নতুন দূরত্ব আগের তুলনায় অনেক বেশিই।
আগামী মাসের প্রথমদিক নাগাদ আর মাত্র দুইটি ফ্লাইট বাকি আছে হেলিকপ্টারটির। এরপর পারসেভারেন্স রোভারের মূল মিশনে নজর দেবে নাসা।
নাসার প্রকল্প ব্যবস্থাপক মিমি অং বলেন, চূড়ান্ত দুইটি মিশন খুবই দুঃসাহসিক এবং এর মাধ্যমে ফ্লাইং মেশিনটির সীমা পরীক্ষা হবে।
এই হেলিকপ্টারটি আগামীর মিশনে ড্রোন ব্যবহারের সক্ষমতা যাচাই করবে বলে মনে করছে মহাকাশ গবেষণা সংস্থাটি।
Discussion about this post