নিজস্ব প্রতিবেদক
আজ সোমবার (২৬ এপ্রিল) সারাবাংলা ফোকাস অনুষ্ঠানে ‘দুর্যোগকালীন শিক্ষা নিয়ে নতুন পলিসির প্রয়োজনীয়তা’ শীর্ষক অনলাইন আলোচনায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন- আমাদের এখানে তথ্য-প্রযুক্তি পড়ানো হচ্ছে, এটা অনেকে শুরতে মানতে পারেনি। তারা বলেছে দেশে বিদ্যুৎ নেই তথ্য প্রযুক্তি পড়ে কি হবে? কিন্তু এখন আমরা বিলিয়ন ডলারের সফটওয়্যার রফতানির দিকে যাচ্ছি। তাদের কথায় কান দিলে সেটি সম্ভব হতো না।’
মহমারির সময়ে ডিজিটাল শিক্ষা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘পৃথিবীর কোন দেশেই ডিজিটাল সমতা সে অর্থে অর্জন করতে পারেনি। অসমতা থাকাটা অস্বাভাবিক নয়। এটা কারিগরি ও প্রযুক্তিগত ভাবেও হয়। যেমন চট্টগ্রামে ইন্টারনেটের যেরকম গতি, ঢাকায় তারচেয়ে বেশি গতি পাওয়া যায়। এটা অর্থনৈতিক কারণ নয়, বরং প্রযুক্তির বাস্তবতা।’
তিনি আরো বলেন, আমরা জনগণের কাছে পৌঁছাতে পেরেছি। যে বিদ্যালয়গুলো খুব সুবিধাজনক অবস্থানে রয়েছে সেখানেও অনলাইনে শতভাগ পড়াশোনা করা অসম্ভব। তারপরও আমরা যতটুকু সম্ভব শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এসাইনসেন্ট, টিভি ক্লাশরুম, রেডিও, ইউটিউব সবখানে শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে।’
এসময় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের সহকারী অধ্যাপক গৌতম রায় এবং উন্নয়নকর্মী শিরিন আকতার।
Discussion about this post