অনলাইন ডেস্ক
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) বা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে আইটি-আইটিএস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি আসন্ন বাজেটে ইন্টারনেটের উপর বিদ্যমান ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
একই সাথে দেশীয় উদ্ভাবনকে এগিয়ে নিতে গবেষণায় সর্বোচ্চ জোড় দিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার তৈরির জন্য বরাদ্দ বাড়ানোর অনুরোধও জানান জুনাইদ আহমেদ পলক।
এদিকে করোনা মহামারীতে পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছিল। প্রযুক্তির কল্যাণেই সম্ভব হয়েছিল অর্থনীতির চাকা সচল রাখার। আসন্ন বাজেটে এ প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, মহামারীতে এক নতুন সাফল্য এনে দিয়েছে দেশের ই-কমার্স খাত। তাই নতুন অর্থবছরের বাজেটে ই-কমার্স খাতকে পুরোপুরি ভ্যাটমুক্ত রাখা হোক।
Discussion about this post