অনলাইন ডেস্ক
চীনা ই-কমার্স জায়ান্ট আলীবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড পণ্য ডেলিভারি দিতে বানাবে স্বচালিত ট্রাক । এজন্য কাজ করছে গ্রুপটির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান কাইনিয়াও।
কাইনিয়াও সিটিও চেং লি বৃহস্পতিবার জানিয়েছেন, আগামী বছর জুড়ে এক হাজার স্বচালিতি ডেলিভারি রোবট বানাবে তারা।
স্বচালিত গাড়ি তৈরিতে যখন কয়েক ডজন স্টার্টআপ, অটোমেকার্স এবং ইন্টারনেট সার্চ ইঞ্জিন বাইদুর মতো ডাকসাইটে প্রতিষ্ঠান মনোযোগী হয়েছে তখন এই ঘোষণা আগামীর পরিবহন শিল্পে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে গত এপ্রিলেই স্বচালিত ট্রাক তৈরিতে পুঁজিবাজারে নিজেদের নাম তালিকাভুক্ত হয়েছে যুক্তরাজ্যের টু-সিম্পল হোল্ডিংস ইনকরপোরেশন।
Discussion about this post