অনলাইন ডেস্ক
ধূমপান ছাড়াও এখন মানুষের মধ্যে নতুন একটি আসক্তি তৈরি হয়েছে আর আধুনিক সময়ের এই আসক্তি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি।
বুধবার ল’ রিপোর্টার্স ফোরাম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির যৌথভাবে আয়োজিত তামাক বিরোধী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আসক্তি বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
মন্ত্রী বলেন, এখন দেখা যায়, বাবা-মাও ফেসবুক নিয়ে বসে আছে। ছেলে-মেয়েও বসে আছে। এটা আরেকটা আসক্তি। আধুনিক যুগের আসক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি। রাতের বেলা ঘুম থেকে উঠে অনেকে সন্তানের খবর নেন না, পাশে সন্তান শুয়ে ঘুমাচ্ছে কি না সেই খবর নেয় না। ফেসবুক খুলে দেখে।
সামাজিক যোগাযোগের এমন আসক্তি বিষয়ে সচেতনতা গড়ে তুলতে ক্যাম্পেইন করার ওপর গুরুত্বারোপ করেন ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি নিয়েও একটু আলোচনা হওয়া দরকার। এগুলো অন্তত জাতীয় আলোচনায় নিয়ে আসতে হবে।
আর এ অবস্থায় সুস্থ্য সমাজ গড়তে হলে পরিবারের সদস্যদের সচেতন থাকার ওপরও পরামর্শ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভয়েসের প্রকল্প সমন্বয়কারী জায়েদ সিদ্দিকী।
Discussion about this post