অনলাইন ডেস্ক
সোমবার( ৫ জুলাই) কোভিড ১৯ এর ভ্যাকসিন বিষয়ক ডিজিটাল প্লাটফর্ম তৈরির জন্য ভারত আয়োজিত ওয়েবিনারে অংশ নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, করোনা মহামারীর সময়ে এশিয়া অঞ্চলে বাণিজ্য এবং পর্যটনের সুরক্ষা ও সুবিধার্থে ডিজিটাল কোভিড ভ্যাকসিন পাসপোর্টের দিকে গুরুত্ব দেয়া।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী করোনা মোকাবেলায় আইসিটি বিভাগের সুরক্ষা অ্যাপসহ নানা উদ্যাগের তথ্য তুলে ধরেন। একই সঙ্গে তিনি করোনা মোকাবেলায় সবাইকে একসঙ্গে চলার আহ্বান জানান।
এক ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তার বক্তব্যে করোনা মোকাবেলায় প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, ভারতের তৈরি করোনা বিষয়ক অ্যাপ ‘আরগ্য সেতু’ ওপেন সোর্স প্লাটফর্মে পাওয়া যাবে। বিভিন্ন দেশ এটি ব্যবহার করতে পারবে।
নরেন্দ্র মোদীর সঙ্গে কণ্ঠ মিলেয়ে অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান, ভারত বিশ্বাস করে করোনা মোকাবেলায় সবাই এক সঙ্গে পথ চলবে।
অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ শ্রীঙলা, ভারতের ন্যাশনাল হেলথ অথোরিটির সিইও আর এস শর্মা, আফগানিস্তানের কমিউনিকেশন অ্যান্ড আইটি মন্ত্রী মাসোমা খাওয়ারি, স্বাস্থ্যমন্ত্রী ওয়াহিদ মাজরোহ, ভুটানের স্বাস্থ্য মন্ত্রী লিওনপো ডেকেন ওয়াংমো, মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রী আহমেদ নাসিমসহ বিশ্বের ১৪২টি দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নেন।
Discussion about this post