প্রযুক্তি ডেস্ক
এইচএমডি গ্লোবালকে ফ্ল্যাগশিপ ফোন তৈরিতে বেশ ধকল পোহাতে হচ্ছে ।যদিও বাজারে নকিয়া ৯ পিউরভিউ কোনো প্রভাব ফেলতে পারেনি। এরপর নানা গুজব শোনা গেলেও আলোর মুখ দেখেনি কোম্পানিটির নতুন কোনো ফ্ল্যাগশিপ পণ্য।
তবে আইটিহোম এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের ১১ নভেম্বর চীনের বৃহৎ কেনাকাটার আয়োজন ইলেভেন-ইলেভেন এ দেশটিতে নতুন ফাইভজি ফ্ল্যাগশিপ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে এইচডি গ্লোবাল। এবার আর গুজব নয়, স্বয়ং চীনে এইচএমডির পণ্য ব্যবস্থাপক ঝাং ইউচেংয়ের বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে।
ইউচেং অবশ্য ডিভাইসটির কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তবে ডিভাইসটি ৯ সিরিজে নাও আসতে পারে। ধারণা করা হচ্ছে এক্স-সিরিজের স্মার্টফোন আনতে পারে কোম্পানিটি। তবে বাস্তবে কী ঘটবে সেটি জানতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।
Discussion about this post