অনলাইন ডেস্ক
আজ শনিবার( ৭আগষ্ট ) শেষ হলো ২০টি দেশের দুই শতাধিক গবেষকের অংশগ্রহণে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড কনটেম্পোরারি টেকনোলজিস (আইসিএসসিটি)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।
সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন সমস্যার বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাধানের ওপর আলোকপাত করা হয়।
ভার্চুয়ালি অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
অনুষ্ঠানে পলক তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার নানা সাফল্য তুলে করেন।পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের মোকাবেলায় শিক্ষার্থীদের গবেষনা ও উদ্ভাবনে গুরুত্ব দেয়ার কথাও বলেন প্রতিমন্ত্রী।
সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক এবং বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. মো. ফৈয়াজ খান।
গত বৃহস্পতিবার এ সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবারের সম্মেলনের প্রসঙ্গ ছিল বিজ্ঞান ও সমসাময়িক প্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রি ৪.০ অ্যাপলিকেশন্স, বিজনেস ইনফরমেটিক্স, রোবোটিক্স অ্যান্ড সাইবার-ফিজিক্যাল সিস্টেমস এবং রিনিউয়েবল এনার্জি।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, সাউথ কোরিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, মিশর, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, নর্থ কোরিয়া, মালয়েশিয়া ও রাশিয়া থেকে যুক্ত গবেষকরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
Discussion about this post