প্রযুক্তি ডেস্ক
এবার কেবল মুনাফার দিক থেকে নয়, স্মার্টফোন বিক্রির দিক থেকেই জুনে শীর্ষস্থান অর্জন করেছে শাওমি। বিক্রির দিক থেকে স্যামসাংকে প্রথমে ইউরোপ এবং পরে গোটা বিশ্বে পেছনে ফেলে দিয়েছে এই চীনা ব্র্যান্ডটি।
জুনে বৈশ্বিক বাজারের ১৭.১ শতাংশ নিজেদের দখলে রেখেছে। ওই সময়ে স্যামসাংয়ের দখলে ছিল ১৫.৭ শতাংশ বাজার। আর অ্যাপলের কব্জায় রয়েছে বাজারের ১৪.৩ শতাংশ।
তবে দ্বিতীয় প্রান্তিকের ফলাফল আমলে নিলে স্যামসাং এখনও প্রথম স্থান ধরে রেখেছে। শাওমি সেখানে দ্বিতীয়।
নিজেদের আয় হিসাব বিবরণীতে স্যামসাং ২০ শতাংশ বিক্রি বৃদ্ধির খবর জানিয়েছে। বছর ব্যবধানে মুনাফা বেড়েছে ৫৪ শতাংশ। অন্যদিকে ৫০ শতাংশ বিক্রি বেড়েছে অ্যাপল এর।
গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট জানিয়েছে, হুয়াওয়ের পড়তির বিষযটি উল্লেখযোগ্যভাবে শাওমির প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। আফ্রিকা, চীন, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে হুয়াওয়ে এবং অনার ব্র্যান্ডের কারণে তৈরি হওয়া শূন্যস্থান পূরণের কাজ শাওমি ভালোভাবেই সামলিয়েছে।
শাওমি যাত্রা শুরু করে ২০১০ সালে, নিজেদের প্রথম স্মার্টফোন বাজারে আনে ২০১১ সালে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ৮০ কোটিরও বেশি স্মার্টফোন বিক্রি করেছে।
Discussion about this post