প্রযুক্তি ডেস্ক
এবার আরও সাতটি দেশে উন্মুক্ত হলো গুগল ওয়ান প্লান ভিপিএন। এনগ্যাজেটে প্রকাশিত খবরে বলা হয়, মঙ্গলবার থেকে মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানী, স্পেন ও ইতালির অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়েছে এই ভিপিএন সেবা।
কেননা আপনি যদি গুগল ওয়ান প্লানের কমপক্ষে দুই টেরাবাইট অথবা প্রতিমাসে ১০ ডলারের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে গুগল বাড়তি সুবিধা হিসেবে মোবাইল ভিপিএস সেবা দিয়ে থাকে। তবে এতোদিন পর্যন্ত ভিপিএন সেবাটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য উন্মুক্ত ছিলো।
এই সেবাটি ব্যবহারকারীর সকল মোবাইল ট্রাফিক এনক্রিপ্ট করে, যার মাধ্যমে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা থাকে না। এটি গুগল ওয়ান অ্যাপের সাথেই পরিচালিত হয়।
গুগল জানিয়েছে, আপনি যেই অ্যাপই ব্যবহার করেন না কেনো এই ভিপিএন আপনার ডেটা এনক্রিপ্ট ও রক্ষা করবে। উন্মোচনের পর থেকে এখন পর্যন্ত ভিপিএনটিতে বেশকিছু আপডেটও আনা হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।
Discussion about this post