বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
চশমার কাজ হলো চোখকে সবকিছু থেকে রক্ষা করা কিন্তু এখন চশমায় যাবে গান শোনা, ছবি তোলা, কথা বলা। অবাক হচ্ছেন ! আসলেই অবাক হওয়ার মতই কথা। কিন্তু না ঘটনা সত্য।
গুগলের পর এবার স্মার্ট গ্লাস বা স্মার্ট চশমা আনলো ফেসবুক। গান শোনা, ছবি তোলাসহ বিভিন্ন সুবিধা থাকছে এই চশমায়। এই চশমার দাম শুরু ২শ ৯৯ ডলার থেকে।
খুব দ্রুত স্মার্ট গ্লাসের প্রযুক্তি দুনিয়া দখলে নেয়ার আশা করছে ফেসবুক কর্তৃপক্ষের। চোখের ইশারায় ছবি তোলা, গান শোনা, ফোনের কল গ্রহণ করা কিংবা চোখে চোখেই হয়ে যাবে স্মার্টফোনের সব কাজ।
এমনই সব সুযোগ সুবিধা নিয়ে স্মার্ট গ্লাসের উন্মোচন করেছে ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ স্মার্ট চশমার বিশেষত্ব গুলো তুলে ধরেন। জীবন যাপন আরো সহজ করতেই নতুন এই প্রযুক্তির পথে হাঁটার কথা জানান তিনি। ইতালির চশমা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রে-বেনের সঙ্গে যৌথ অংশীদারিত্বে এই স্মার্টগ্লাস বাজারে নিয়ে আসছে ফেসবুক।
২০২০ সালে ৮ হাজার ৬০০ কোটি ডলার আয় করা ফেসবুক জানিয়েছে তাদের বর্তমান লক্ষ্য ভার্চুয়াল ও বর্ধিত বাস্তবিক যে প্রযুক্তি গড়ে উঠেছে সেখানে শক্ত অবস্থান গড়া। সে লক্ষ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ এখন এই খাতেই করছে ফেসবুক।
Discussion about this post