অনলাইন ডেস্ক
ব্যক্তিগত মেসেজ ফাঁস হয়ে যাওয়ায় মাঝে মধ্যে অনেকে বিপাকে পড়েন। অথচ তারা বুঝতেও পারেন না কীভাবে এগুলো বেহাত হয়ে যায়। তাই প্রযুক্তি জগতে নিজেকে সুরক্ষিত রাখতে সতর্ক থাকা চাই। বিশেষ করে অ্যাপ ব্যবহারে হতে হবে যত্মবান ও রুচিশীল।
ব্যবহারকারীদের তথ্য কিছু অ্যাপ ফাঁস করছে বলে সম্প্রতি প্রমাণ পেয়েছেন গবেষকরা। ওইসব অ্যাপ খুবই জনপ্রিয় এবং একেকটি প্রায় ১০ কোটিবার ডাউনলোড করা হয়েছে।
ফাঁসকৃত তথ্যের মধ্যে রয়েছে ব্যক্তিগত মেসেজ, ই-মেইল ঠিকানা এবং ইউজার নেম। এছাড়া আরও কিছু ব্যক্তিগত তথ্য ফাঁস করছে অ্যাপগুলো।
ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কিছু অ্যাপ ফাঁস করছে বলে প্রমাণ পেয়েছেন সাইবারনিউজ নামক সংস্থার সাইবার সিকিউরিটি গবেষকরা। তারা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। এমন অ্যাপ কারও স্মার্টফোনে থাকলে সেগুলো মুছে ফেলার পরামর্শ দিয়েছেন তারা।
প্রতিবেদনে তথ্য ফাঁসকারী কয়েকটি অ্যাপের নাম উল্লেখ করা হয়েছে। এসব অ্যাপের মধ্যে আছে- ইউনিভার্সাল টিভি রিমোট কন্ট্রোল, রিমোট ফর রকু: কোডমেটিকস, ফাইন্ড মাই কিডস: চাইল্ড সেল ফোন লোকেশন ট্র্যাকার ইত্যাদি। ফায়ারবেজ ডাটাবেজের কারণে এগুলোর মাধ্যমে তথ্য ফাঁস হতে পারে বলে মনে করছেন গবেষকরা।
ফায়ারবেজ হলো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। এটি ডেভেলপারদের হোস্টিং, অ্যানালিটিকস, রিয়েল টাইম ক্লাউড স্টোরেজসহ নানান সেবা দিয়ে থাকে। তবে ফায়ারবেজ মাঝে মধ্যে এমন সব ডেভেলপাররা ব্যবহার করেন যাদের কোনও ধরনের সিকিউরিটি ট্রেনিং নেই। ফলে সাইবার অপরাধীদের সহজ লক্ষ্যে পরিণত হয় প্ল্যাটফর্মটি।
Discussion about this post