অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে তাদের বাবা-মায়ের কাছে অনুমতি নিতে হবে।
সোমবার (২৫ অক্টোবর) এ পরিকল্পনার কথা জানানো হয়েছে। এ নির্দেশনা না মানলে লক্ষাধিক ডলার জরিমানার বিধান থাকবে বলেও জানানো হয়।
খসরা নীতিমালা অনুযায়ী, অনলাইন ব্যক্তিগত সুরক্ষা বিশেষ করে ফেসবুক, রেডিট, ডেটিং অ্যাপ বাম্বল এমনকী ফেসবুকের ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে তথ্য উপাত্ত সংগ্রহে বিশেষ করে শিশুদের তথ্য সংগ্রহে প্রাধান্য দেওয়া হবে।
যদি এটি আইনে পরিণত হয়, তাহলে অস্ট্রেলিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ‘বয়স নিয়ন্ত্রণে’ সবচেয়ে কঠোর দেশ হতে যাচ্ছে।
এছাড়া দেশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, নিন্দা ও ভুল তথ্য ছড়ালে কঠোর আইনের দিকে ঝুঁকছে।
অ্যাটর্নি জেনারেল মাইকেলিয়া ক্যাশ এক বিবৃতিতে বলেন, আমরা নিশ্চিত করছি (অস্ট্রেলিয়ানদের) ডেটা ও গোপনীয়তা সুরক্ষিত এবং পরিচালনা করা হবে। আমাদের খসড়া আইন অনুযায়ী যদি কোম্পানিগুলো সেই মান পূরণ না করে তাহলে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।
ফেসবুক ইনকর্পোরেটেড এই মাসে মার্কিন আইন প্রণেতাদের ক্ষোভের মুখোমুখি হয়েছে। কারণ ফেসবুকের এক সাবেক কর্মচারী নথি ফাঁস করেন। এছাড়া ফেসবুকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগ তোলা হয়েছে।
মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধের সহকারী মন্ত্রী ডেভিড কোলম্যান বলেছেন, ফেসবুকের নিজস্ব অভ্যন্তরীণ গবেষণা দেখায় যে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলি শরীরের চিত্র এবং তরুণদের মানসিক স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলতে পারে”।
Discussion about this post