অনলাইন ডেস্ক
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে ৭ম বারের মতো শুরু হতে যাচ্ছে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১। এবার বিভিন্ন ক্যাটাগরিতে ১০০টি পুরষ্কার দেওয়া হবে। আউট সোর্সিংয়ে যুক্ত ব্যক্তিরাও এবার পুরস্কার পাবেন। বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারে বেসিস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসিস আউট সোর্সিংয়ের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড এর আহ্বায়ক ও বেসিস পরিচালক রাশাদ কবির, বেসিস এর সহ-সভাপতি মুশফিকুর রহমান, ব্যাংক এশিয়ার সিনিয়র কাৰ্যনিবাহী সহ-সভাপতি ও আন্তর্জাতিক বিভাগীয় প্রধান মো. জিয়া আরফিন ও মাস্টারকার্ড বাংলাদেশ এর কনসালট্যান্ট সৈয়দ নাবিল রাইয়ান।
সংবাদ সম্মেলনের শুরুতে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডের আহ্বায়ক ও বেসিস পরিচালক রাশাদ কবির বলেন, ২৭ অক্টোবর থেকেই বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড এর নিবন্ধন শুরু হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ১১ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। এবার বিচারকদের মাধ্যমে ধাপে দুটি ভাগে মোট ১০০টি পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে প্রতিষ্ঠান পর্যায়ে থাকবে ২০টি পুরস্কার এবং ব্যক্তি পর্যায়ে থাকবে ৮০টি পুরস্কার। প্রতিষ্ঠান পর্যায়ে, আউটসোর্সিং প্রতিষ্ঠান বিভাগে ৫টি, স্টার্টআপ বিভাগে ৫টি এবং এক্সপোর্ট এক্সিলেন্স বিভাগে ১০টি পুরস্কার থাকবে। আর ব্যক্তি পর্যায়ে ৬৪ জেলায় ৬৪ জনকে, ব্যক্তি নারী বিভাগে ৬ জনকে এবং আউটসোর্সিং প্রফেশনাল বিভাগে সেরা ১০ জনকে পুরস্কার দেওয়া হবে।
বেসিস সভাপতি আলমাস কবীর বলেন, পোশাক রফতানিতে বাংলাদেশ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি আইসিটি খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বে আইসিটি পণ্য রফতানিতে ভারতের শেয়ার ২৪ শতাংশ ও বাংলাদেশের ১৬ শতাংশ। আইসিটি খাতে বাংলাদেশ বিশ্বে এখন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, সরকার ২০২৫ সাল নাগাদ ৫ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। লক্ষ্যমাত্রা অর্জনে এরইমধ্যে অর্জিত আয়ের উপর ২০ শতাংশ নগদ প্রণোদনা চালু করেছে। নতুন নতুন বাজার খুঁজে বের করার জন্য সরকারের সঙ্গে বেসিস একাত্ম হয়ে কাজ করছে। আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে নতুন নতুন পণ্য ও সেবা উদ্ভাবনের পাশাপাশি আমাদের দক্ষতা উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করতে হবে।
বেসিস সহ-সভাপতি ও বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড এর উপদেষ্টা ফারহানা এ রহমান বলেন, আইসিটি খাতে অনেক নারী এগিয়ে এসেছে। অনেকেই বেশ আয় করছে। ঘরে বসেই আয় করতে নারীদের এ খাতে যুক্ত হওয়া উচিত।
Discussion about this post