অনলাইন ডেস্ক
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, তরুণদের বিজ্ঞান চর্চায় সহায়তা দেওয়া হবে।
শনিবার (৩০ অক্টোবর) বিকালে রাজধানীর বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ‘হ্যাকাথন উৎসব-২০২১’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল।
অনুষ্ঠানে ইয়াফেস ওসমান বলেন, দেশ এগিয়ে নিয়ে যেতে হলে বিজ্ঞানভিত্তিক গবেষণার কোনও বিকল্প নেই।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মামলুক ছাবির আহমেদ। এসময় হ্যাকাথনের প্রতিযোগী ও বিচারকরাও অনুভূতি তাদের ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রয়াত জামিলুর রেজা চৌধুরীর নামে বাংলাদেশে ডিজাইন ও অ্যাসেম্বল করা মাইক্রো কন্ট্রোলার বোর্ড ‘জেআরসি’ বোর্ড দিয়ে ১৩টি দল টানা ৩৬ ঘণ্টা কাজ করে বিভিন্ন সমস্যার সমাধান করে দেখিয়েছে। এদের মধ্যে ৩টি দলকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়। খবর বাসস
Discussion about this post