বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
তথ্য প্রযুক্তি খাতে তরুণদের আরো বেশি উৎসাহ যোগাতে আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি স্কিলস কম্পিটিশন ২০২১’ এর নয় বিজয়ীর নাম ঘোষণা হয়েছে।
বিজয়ী এই নয়জন আগামী বছরের মে মাসে মালয়েশিয়ায় ‘হুয়াওয়ে আইসিটি স্কিলস’ প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে অংশ নেবেন। এছাড়া এই নয়জনের মধ্যে কয়েকজন হুয়াওয়ের সঙ্গে কাজ করারও সুযোগ পাবেন।
‘ব্যবহারিক’ ও ‘তত্ত্বীয়’ এই দুটি ভাগে বিজ্ঞান ও প্রকৌশলের শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে হুয়াওয়ে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। মঙ্গলবার এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম জানানো হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে বলেন, “এটি এমন একটি প্রতিযোগিতা, যা আমাদের তরুণদের সুপ্ত প্রতিভা প্রকাশে অনুপ্রাণিত করে।
“তীব্র প্রতিযোগিতামূলক এমন প্রতিযোগিতা আয়োজন করায় হুয়াওয়েকে সাধুবাদ জানাই। এর মাধ্যমে আমাদের চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার ভবিষ্যৎ অগ্রণীদের খুঁজে পাওয়া সম্ভব হবে।”
প্রতিযোগিতায় বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্য থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ১৫ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে জায়গা করে নেন।
বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এবং বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।
প্রতিযোগিতার প্রথম পর্বে দুইজন শিক্ষার্থী ১০০০ এর মধ্যে ১০০০ স্কোর পেয়েছেন। ১০ জন শিক্ষার্থী দ্বিতীয় পর্বে এইচসিআইএ (হুয়াওয়ে সার্টিফায়েড আইসিটি অ্যাসোসিয়েট) সার্টিফিকেশনে উত্তীর্ণ হয়েছেন।
চূড়ান্ত পর্বের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনটি বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের তিনটি দল এ বছরের ‘বাংলাদেশ আইসিটি স্কিলস কমপিটিশন’ এর প্রথম তিনটি স্থান দখল করে।
এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে সোহান সালাহউদ্দিন মুগ্ধ, রাবীব ইবরাত ও মো. তাহমিদুর রাফিদের সমন্বয়ে গঠিত বুয়েট দল। দ্বিতীয় হয় মো. কাফ শাহরিয়ার, হাসান মেসবাউল আলী তাহের ও সুহানা বিনতে রশিদের চুয়েট দল।
প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে আরিফ আহমেদ নওফেল, মো. তকিউল হাসান সাকিব ও মো. সেলিম রেজা জিমের সমন্বয়ে গঠিত এনএসইউ দল।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন, দ্বিতীয় ও তৃতীয় দলের প্রত্যকে হুয়াওয়ে ল্যাপটপ, হুয়াওয়ে ওয়াচ এবং হুয়াওয়ে ট্যাব দেওয়া হয়েছে।
Discussion about this post