অনলাইন ডেস্ক
এশিয়া প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা) অ্যাওয়ার্ডস প্রতিযোগিতায় চারটি পুরস্কার জিতেছে বাংলাদেশ। পাবলিক সেক্টর ও ডিজিটাল গভর্নমেন্ট শাখায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শাখা থেকে বিজয়ী হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। এছাড়া মেরিট অ্যাওয়ার্ড এসেছে দুটি। এর মধ্যে টারশিয়ারি স্টুডেন্ট শাখা থেকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এবং সিনিয়র স্টুডেন্ট শাখা থেকে এটি পেয়েছে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নেতৃত্বে এবারের প্রতিযোগিতায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করলো বাংলাদেশ। করোনা মহামারির কারণে একটু ভিন্ন মাত্রায় এবারের অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০২০-২১ ভার্চুয়াল প্ল্যাটফর্মে কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়েছে। মূল পর্ব অনুষ্ঠিত হয় মালয়েশিয়ায়। সম্প্রতি প্রতিযোগিতার ফল ঘোষণা করেছে আয়োজকরা।
অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে (২০২০-২১) বেসিসের সদস্য কোম্পানি, সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের মধ্য থেকে আগ্রহী প্রতিষ্ঠানগুলো থেকে কয়েক ধাপে যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন শাখায় ৪০টি প্রজেক্টকে প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়।
প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বিচারক হিসেবে অংশ নেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, সিনিয়র সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি মুশফিকুর রহমান, পরিচালক রাশাদ কবির। বাংলাদেশ থেকে ইকোনমি কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন রাশেদ কামাল।
Discussion about this post