অনলাইন ডেস্ক
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রথম বাংলা বাণিজ্যিক সফটওয়্যার শহীদলিপির নির্মাতা প্রকৌশলী সাইফুদ্দাহার (সাইফ শহীদ)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি বেশ কয়েক বছর ধরে আলঝেইমারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্কে স্থানীয় সময় রোববার বেলা একটায় তিনি মৃত্যু বরণ করেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজন যুক্তরাষ্ট্রপ্রবাসী পদার্থবিজ্ঞানী মুনিম হোসেন।
তিনি জানিয়েছেন, সাইফুদ্দাহার শহীদের জানাজা কাল মঙ্গলবার বেলা একটায় আলবুকার্কের ইসলামিক সেন্টার অব নিউ মেক্সিকোতে (১১০০ ইয়েল বুলেভার্ড, এসই আলবুকার্ক) অনুষ্ঠিত হবে।
তার মৃর্ত্যুতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং বিজয় বাংলার জনক মোস্তাফা জব্বার, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহীদ উল মুনীরসহ প্রযুক্তি অঙ্গনের পরিচিত জনেরা গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় মন্ত্রী বলেন, পথ প্রদর্শক হিসেবে সাইফুদ্দাহার বাংলা ভাষাভাষীদের কাছে অমর হয়ে থাকবেন। যত দিন প্রযুক্তিতে বাংলা ব্যবহৃত হবে ততদিন তিনি চির জাগরূক হয়ে থাকবেন।
মন্ত্রী তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশলে স্নাতক সাইফুদ্দাহার শহীদ ফৌজদারহাট ক্যাডেট কলেজের ক্যাডেট ছিলেন। বেক্সিমকো কম্পিউটারসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি। এরপর ন্যাশনাল কম্পিউটারস নামে ঢাকায় নিজের প্রতিষ্ঠান চালু করেন। এই প্রতিষ্ঠান থেকেই শহীদলিপি বাজারজাত করা হয়। নব্বইয়ের দশকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। এরপর থেমে যায় শহীদলিপির যাত্রা।
দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের প্রথম সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিষ্ঠাকালীন সহসভাপতি ছিলেন সাইফুদ্দাহার শহীদ। ১৯৭৯ সালের ২০ মে তার উদ্যোগ গঠিত হয় বাংলাদেশ অ্যামেচার রেডিও লিগ (বিএআরএল)। এই সংগঠনে তার সহকর্মী মুনিম হোসেন জানান, সাইফুদ্দাহার শহীদ বাংলাদেশ অ্যামেচার রেডিও প্রচলনেরও প্রধান পথপ্রদর্শক।
মূলত সাইফুদ্দাহার শহীদের উদ্যোগে ১৯৮২ সালে বিএআরএল আন্তর্জাতিক অ্যামেচার রেডিও ইউনিয়নের সদস্যপদ লাভ করে। এরপর ১৯৯১ সালের ২৯ এপ্রিল বাংলাদেশে উন্মুক্ত হয় অ্যামেচার রেডিও। সাইফুদ্দাহার শহীদ দেশের প্রথম অ্যামেচার রেডিও লাইসেন্সধারী (কল সাইন S21A)।
Discussion about this post