বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
অ্যাপলের তৈরি কম্পিউটার–ল্যাপটপ ও আইপ্যাড ট্যাবলেটে ব্যবহার করা হয়েছে আলাদা অপারেটিং সিস্টেম। কম্পিউটার–ল্যাপটপ কাজ করে ম্যাক অপারেটিং সিস্টেমে। আইপ্যাড ব্যবহারের জন্য প্রয়োজন হয় আইপড ওএসের। তারপরও বেশির ভাগ অ্যাপলপ্রেমীই ব্যবহার করেন যন্ত্রগুলো। তবে একসঙ্গে কাজ করার সুযোগ না মেলায় বেশ ঝামেলায় পড়েন তাঁরা। এবার অ্যাপলপ্রেমীদের এ ঝামেলা দূর করতে ‘ইউনিভার্সাল কন্ট্রোল’ বা ‘সর্বজনীন নিয়ন্ত্রণ’ সুবিধা চালু করার উদ্যোগ নিয়েছে অ্যাপল।
নতুন এ সুবিধা কাজে লাগিয়ে একই কি-বোর্ড এবং মাউস ব্যবহার করে ম্যাক কম্পিউটার–ল্যাপটপ ও আইপ্যাড ট্যাবলেট নিয়ন্ত্রণ করা যাবে। চাইলে বিভিন্ন তথ্য বিনিময়ও করা যাবে। দুটি যন্ত্রের সংযোগের জন্য কোনো তারেরও প্রয়োজন হবে না। নিজেদের অ্যাপল আইডি ব্যবহার করে নিয়ন্ত্রণ করা যাবে দুটি যন্ত্র। এরই মধ্যে ম্যাকওএস মন্টেরি ১২.৩ এবং আইপ্যাড এএস ১৫.৪ সংস্করণে পরীক্ষামূলকভাবে এ সুবিধা চালু করেছে অ্যাপল।
ম্যাক কম্পিউটার ও আইপ্যাড ট্যাবলেটের পাশাপাশি আইফোনের জন্যও নতুন সুবিধা আনতে যাচ্ছে অ্যাপল। এরই মধ্যে আইওএস ১৫.৪-এর পরীক্ষামূলক সংস্করণে ‘ফেস আইডি’ নামের এ সুবিধা চালু করা হয়েছে। সুবিধাটি কাজে লাগিয়ে মুখে মাস্ক পরেই আইফোনের লক খোলা যাবে। এ ছাড়া বেশ কয়েক ধরনের নতুন ইমোজি ব্যবহারেরও সুযোগ মিলবে। সূত্র : নাইনটুফাইভম্যাক
Discussion about this post