বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশন চাঁদে গাড়ি ও রোবট পাঠাবে । এরইমধ্যে চন্দ্রপৃষ্ঠে চষে বেড়ানোর জন্য দেশটির মহাকাশ সংস্থার সঙ্গে মিলে কাজ শুরু করেছে তারা। শুক্রবার প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।
প্রতিবেদনে বলা হয়, ২০৪০ সাল নাগাদ চাঁদে এবং তারপর মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করতে যানটি তৈরি করা হচ্ছে।
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির সঙ্গে মিলে নির্মিতব্য এই যানটির নাম লুনার ক্রুজার। নামটি টয়োটা ল্যান্ড ক্রুজার নামের স্পোর্টস ইউটিলিটি গাড়িটির নামের আদলে রাখা হয়েছে। ২০২০-এর দশকের শেষের দিকে এটি উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে।
যানটির ধারণার মূলে রয়েছে এমন চিন্তাধারা যে, মানুষজন গাড়িতে নিরাপদে খায়, কাজ করে, ঘুমায় ও অন্যদের সঙ্গে যোগাযোগ করে। এই একই কাজগুলো মহাকাশেও করা সম্ভব বলে মনে করেন তাকাও সাতো। তিনি টয়োটা মোটর কর্পোরেশনের লুনার ক্রুজার প্রকল্পটির প্রধানের দায়িত্ব পালন করছেন।
টয়োটার সঙ্গে চুক্তিবদ্ধ গিটাই জাপান ইনকরপোরেটেড নামের একটি প্রতিষ্ঠান লুনার ক্রুজারটির জন্য একটি রোবট বাহু তৈরি করেছে। নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণের মতো কাজে ব্যবহারের জন্য সেটির নকশা করা হয়েছে। সেটির সাঁড়াশির মতো অগ্রভাগের কারণে সেটিতে সংযুক্ত যন্ত্রগুলো পরিবর্তন করা যাবে। যার ফলে সেটি দিয়ে ভিন্ন ভিন্ন ধরণের যন্ত্রের কাজ করা যাবে, যেমন বেলচার মতো কোনও কিছু সেচা, কিছু তোলা কিংবা কোনও কিছু সরানো বা পরিষ্কার করা।
গিটাই-এর প্রধান নির্বাহী শো নাকানোসে বলেন, তিনি মনে করেন মহাকাশে পৌঁছনোর বাধা মোটামুটি পেরুনো গেছে। কিন্তু মহাকাশচারীদের সেখানে কাজ করা অনেক ব্যয়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিগুলোতে রোবটের ব্যবহার সুবিধা বয়ে আনবে।
Discussion about this post