প্রযুক্তি ডেস্ক
বাসে ডাকাত পড়লে নির্ধারিত একটি বাটনে চাপ দিলেই সহায়তা চেয়ে বার্তা পৌঁছে যাবে স্থানীয় পুলিশ সুপার, বাস মালিক এবং জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে।
সড়কে বাস ডাকাতি ঠেকাতে নতুন এই প্রযুক্তি শিগগিরই ব্যবহারের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
সড়কে বাস ডাকাতি ঠেকাতে নতুন এমন এক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দু’একদিনের মধ্যে এটি পরীক্ষামূলকভাবে দেখানো হবে।
এজন্য একটি প্রযুক্তি উন্নয়নের কাজ চলছে। দ্রুতই তা আলোর মুখ দেখবে। এটি চালু হলে সবার নিরাপত্তার বিষয়টি সুরক্ষিত হবে বলে মনে করছে পুলিশ। নতুন এই প্রযুক্তির ব্যবহার নিয়ে শিগগিরই আইন-শৃঙ্খলা বাহিনী ও বাস মালিকদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি ঢাকার আব্দুল্লাহপুর থেকে বাসে টাঙ্গাইলে যাওয়ার পথে চিকিৎসক শফিকুল ইসলাম যাত্রীর বেশে ওঠা ডাকাত দলের কবলে পড়েছিলেন। পরে এই ঘটনা তিনি সোশাল মিডিয়ায় তুলে ধরলে তা ছড়িয়ে পড়ে।
এরপরই পুলিশ মাঠে নামে এবং এ পর্যন্ত ওই চক্রের কয়েকজনসহ ৪০ বাস ডাকাতকে গ্রেপ্তার করে। ডাকাতদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
এদের জিজ্ঞাসাবাদ থেকে মহাসড়কে ডাকাতির নতুন তথ্য সামনে আসছে। এরমধ্যে একটি বাসে ডাকাতিকালে ধর্ষণের ঘটনাও ঘটেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে ডাকাতরা।
গত ১৪ জানুয়ারি রাতে বগুড়া থেকে ঢাকামুখী একটি বাসে ধর্ষণের এ ঘটনা ঘটে বলে জানতে পেরেছে পুলিশ। ওই ডাকাতির সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ, যারা ওই রাতে সহযোগীদের ধর্ষণের কথা জানায়।
Discussion about this post