অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পঞ্চরাস্তার মোড়ে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে ৩৭টি ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের সন্তানরা বিদেশে ঘাম ঝরিয়ে বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠায় বলেই আজকে এমপি-মন্ত্রীদের বেতন হয়, গাড়ি-বাড়ি হয়, রাস্তা-ঘাটের উন্নয়ন হয়।
আমরা চাই শ্রমনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তি নির্ভর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্ঞানভিত্তিক উন্নত বাংলাদেশ গড়তে। যার সুফল আজকের এই ৩৭ জনসহ বিভিন্ন জেলা-উপজেলার সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার, যারা অনলাইন মার্কেটে কাজ করে প্রতিবছর প্রায় ৭০০ মিলিয়ন ডলার আয় করছে।
প্রতিমন্ত্রী বলেন, ১৭ কোটি মানুষের মধ্যে ৭০ শতাংশ মানুষের বয়স ৩৫ বছরের নিচে। এর মধ্যে প্রতি বছর ২০ লাখ যুবক কর্মজীবনে প্রবেশ করে। এত যুবককে সরকারের পক্ষে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না। তাই ঢাকামুখী না হয়ে, বিদেশে না গিয়ে নিজ জেলা অথবা নিজ ঘরে বসেই প্রযুক্তিতে প্রশিক্ষণ নিয়ে ইউরোপ-আমেরিকার মতো বড় দেশের কোম্পানিগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা।
এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাসকের সভাপতিত্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ন কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post