প্রযুক্তি ডেস্ক
সারা বিশ্বের ১৫০ টিরও বেশি দেশে সংক্ষিপ্ত ভিডিও ফিচার রিলস চালু করছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক । গত মঙ্গলবার( ২২ ফেব্রুয়ারি ) এর মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে । জনপ্রিয় সংক্ষিপ্ত ভিডিও ফিচারের মাধ্যমে টিকটকে টেক্কা দিতেই ফেসবুকের এই পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে , সাম্প্রতিক সময়ে ফেসবুক তার বাজার মূল্যের এক-তৃতীয়াংশ হারিয়েছে । তাই রিলকেই এর মূল চালিকা শক্তি হিসেবে অগ্রাধিকার দিচ্ছে প্রতিষ্ঠানটি । যা চীনা প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্সের মালিকানাধীন জনপ্রিয় শর্ট-ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিপরীতে ২০২০ সালে ইনস্টাগ্রামে রিল চালু করে মেটা । পরবর্তীতে ২০২১ সালে ফেসবুকেও চালু করা হয় এই ফিচার । তবে তা অল্প কিছু দেশের ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ ছিল ।
মেটা সিইও মার্ক জাকারবার্গও মঙ্গলবার একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন , রিলস ইতিমধ্যেই আমাদের সবচেয়ে জনপ্রিয় ফিচার । বিশ্বব্যাপী এটিকে আরও ছড়িয়ে দিতেই আমরা এই পদক্ষেপ নিয়েছি।
অন্যদিকে মেটা বলছে , বিভিন্ন দেশের ক্রিয়েটরদের বোনাস প্রদানের মাধ্যমে এই ফিচার আরও প্রসারিত করা হচ্ছে। এমনকি বিজ্ঞাপন ছাড়াও ক্রিয়েটরদের অর্থ উপার্জনের অন্য উপায়ও থাকছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
Discussion about this post