বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একাডেমি চালু করবে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল করপোরেশন। গতকাল শুক্রবার সিঙ্গাপুরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আগ্রহের কথা জানিয়েছেন ওরাকল করপোরেশনের জাপান ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট গ্যারেট ইলগ।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশের ই-গভর্নমেন্ট অ্যাপ্লিকেশনের জন্য জি-ক্লাউড স্থাপনে এরই মধ্যে ফোর টায়ার ডেটা সেন্টারে বিনিয়োগ করেছে ওরাকল করপোরেশন। বাংলাদেশে একাডেমি স্থাপনের মাধ্যমে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সঙ্গে যৌথভাবে জাতীয় পর্যায়ের হ্যাকাথন প্রতিযোগিতাও আয়োজন করবে প্রতিষ্ঠানটি।
বৈঠকে স্টার্টআপ বাংলাদেশে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, ওরাকল ক্লাউড প্ল্যাটফর্মের জ্যেষ্ঠ বিক্রয় পরিচালক অ্যানি টিও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ওরাকলে কর্মরত বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন আইসিটি প্রতিমন্ত্রী।
Discussion about this post