বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে লকডাউনের মধ্যেও কাজ করে যাচ্ছেন বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কর্মকর্তারা। এ লক্ষ্যে আজ নিজ বাসভবন থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ করে দেশে করোনাভাইরাস পরিস্থিতি আরো খারাপ হলে বা এর জন্য যদি ছুটি আরো দীর্ঘায়িত হলে সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।
এর পাশাপাশি আসছে রমজান মাস, গ্রীষ্মকাল এবং সেচ মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ঠিক রাখার জন্য বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সচিবসহ বিভিন্ন কোম্পানি, সংস্থা ও দপ্তর প্রধানদের সাথে করণীয় বিষয়ে আলোচনা করেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
Discussion about this post