অনলাইন ডেস্ক
চিলিতে পাঁচ হাজার বছরের বেশি পুরনো একটি গাছ পাওয়া গেছে। একটি গবেষণায় এই তথ্য জানানো হয়েছে। দেশটির দক্ষিণের একটি বনে ‘অ্যালার্স ট্রি’ নামে এই গাছটি পাওয়া গেছে। গাছটিকে ‘গ্রেট গ্র্যান্ডফাদার’ বলে অভিহিত করা হয়েছে।
চিলির অ্যালার্স কস্টেরো ন্যাশনাল পার্কে গাছটির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তারা গাছের নমুনা সংগ্রহ করে কম্পিউটারের ভিত্তিতে গাছটির বয়স নির্ধারণ করেছেন। তবে প্রকৃত বয়স বিজ্ঞানীরা নির্ধারণ করতে পারেননি।
প্যারিসের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ল্যাবরেটরির পরিবেশবদি জোনাথন বারিচিভিচ জানান, ৮০ শতাংশ ক্ষেত্রে আমরা প্রমাণ পেয়েছি যে, গাছটির বয়স ৫ হাজার বছরের বেশি হবে। ২০ শতাংশ ক্ষেত্রে গাছটির বয়স এর চেয়ে কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে চার হাজার ৮৫৩ বছর বয়সের একটি গাছ পাওয় গিয়েছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। বারিচিভিচ বলেন, চিলির এই গাছটির বয়স ৫ হাজার ৪৮৪ বছর হতে পারে। তবে কিছু বিজ্ঞানী গাছটির বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। —ইউরো নিউজ
Discussion about this post