প্রযুক্তি ডেস্ক
ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়মিত আপডেট আনছে। ওয়াবেটাইনফোর প্রতিবেদন অনুসারে চলতি বছরের শুরুতেই একাধিক ফিচার যুক্ত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হচ্ছে অডিও নোট করার সময় পজ ও ফাস্ট ফরোয়ার্ড করার সুবিধা।
একইসঙ্গে এবার টেক্সট মেসেজেও মিডিয়া ফাইলে রিয়্যাকশন যুক্ত হচ্ছে। ফলে এখন মেসেঞ্জার ও ইনস্টগ্রামের মতো হোয়াটসঅ্যাপেও মেসেজে রিয়্যাকশন দেওয়া যাবে।
ইতোমধ্যেই হোয়াটসঅ্যাপের নতুন এই সুবিধা অনেকের কাছে পৌঁছে গেছে। তবে কেউ কেউ হয়তো এই ফিচার ব্যবহার করতে পারছেন না। কারণ সেভাবে কোনো আইকন যোগ করা হয়নি। ফলে অনেকেই সমস্যায় পড়েছেন। তাহলে চলুন জেনে নিই, কীভাবে আইকনগুলো যুক্ত করবেন-
১। প্রথমে Whatsapp-চালু করুন।
২। যার মেসেজে রিয়্যাকশন যোগ করতে চাইছেন তার চ্যাট ওপেন করুন।
৩। ওই মেসেজে থাকা যেকোনো একটি মেসেজে অথবা সব মেসেজে রিয়্যাকশন যোগ করতে পারেন।
৪। যে মেসেজ অথবা যে মিডিয়ায় রিয়্যাকশন যোগ করবেন সেই টেক্সটের উপর লং প্রেস করুন।
৫। লং প্রেস করলেই সেখানে মোট ৫ টি ইমোজি দেখা যাবে। পছন্দ মতো আপনি কোনো একটি ইমোজি রিয়্যাকশন হিসেবে দিতে পারবেন।
হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সন থেকে ইমোজি দিতে চাইলে…
১। প্রথমে চ্যাট উইন্ডো ওপেন করুন। এরপর যে চ্যাটে রিয়্যাকশন যোগ করতে চাইছেন সেই চ্যাটের পাশে মাউস পয়েন্টার নিয়ে গেলে একটি ইমোজি দেখা যাবে।
২। এরপর সেখানে ক্লিক করলেই ৫টি ইমোজি দেখতে পাবেন।
৩। সেখান থেকে পছন্দমতো ইমোজি দিয়ে রিয়্যাকশন দিতে পারেন।
Discussion about this post