ডিজিটাল প্ল্যাটফর্মে দেশের প্রথমবারের মতো বার্ষিক সাধারণ সভা (এজিএম) করলো গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসি’র আদেশ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানটি তাদের ৪৭তম এজিএম সম্পন্ন করেছে।
সূত্রমতে, জিএসকে বাংলাদেশের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে যার যার অবস্থান থেকেই ইন্টারনেট সংযোগে এই সভায় অংশ নেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত পান্ডে, পরিচালক আবুল হোসেন, মহসিন উদ্দিন আহমেদ, রেজাউল হক চৌধুরী, হাসনাইন আহমেদ, জাহেদুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি নাহারুল ইসলাম মোল্লা।
এছাড়াও শেয়ারহোল্ডারাও একইভাবে অংশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির ২০১৯ সালের বার্ষিক হিসাব এবং ৫৩০ শতাংশ অর্থাৎ প্রতি শেয়ারে ৫৩ টাকা লভ্যাংশ অনুমোদন করেন ।
Discussion about this post