বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
গুগলের একজন প্রকৌশলী দাবি করেছেন, তাদের প্রতিষ্ঠানের একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের সম্ভবত ‘নিজস্ব অনুভূতি’ রয়েছে। অরপদিকে গুগল জানিয়েছে, ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপলিকেশনস বা ল্যামডাতে রয়েছে এক যুগান্তকারী প্রযুক্তি, যা খুব স্বাভাবিক কথাবার্তায় অংশ নিতে পারে।
প্রকৌশলী লেমোইনি বলেন, ‘ল্যামডার এই আকর্ষণীয় আলাপের দক্ষতার পাশাপাশি একটি সংবেদনশীল মন রয়েছে’। যদিও তার প্রতিষ্ঠান গুগল এ ধরনের দাবিকে অস্বীকার করেছে। গুগলের একজন মুখপাত্র ব্রায়ান গ্যাব্রিয়েল বিবিসিকে জানান, ‘লেমোইনির এই বক্তব্যের পেছনে কোনও প্রমাণ নেই বরং এর বিপরীতে প্রমাণ রয়েছে।’
আবার একটি কম্পিউটারকে আবেগ দেওয়া সম্ভব কিনা তা নিয়েও দার্শনিক, মনোবিজ্ঞানী এবং কম্পিউটার বিজ্ঞানীদের মধ্যে দশকের পর দশক ধরে বিতর্ক রয়েছে। ল্যামডার অদৌ চেতনা বা অনুভূতির মতো কোনও বিষয় আছে কিনা, এ নিয়েও অনেকে কঠিন সমালোচনা করেছেন।
স্ট্যামফোর্ডের প্রফেসর এরিক ব্রাইনজলফসন বলেন, ল্যামডার অনুভূতি আছে, বিষয়টি অনেকটা এ রকম– আগেকার দিনে কুকুর গ্রামোফোনের ভেতরে তার প্রভুর কথা শুনে মনে করতো এর ভেতরে প্রভু রয়েছে। এটি সে রকম বিষয়েরই একটি আধুনিক সংস্করণ!
একজন সমালোচনাকারী বলেন, ল্যামডা প্রকৃতপক্ষে বিশাল একটি ল্যাঙ্গুয়েজ মডেল। এর প্যারামিটার ১৩৭ বি। এর শব্দ সংখ্যা ১.৫৬ টেরা, যার মধ্যে পাবলিক ডায়ালগ এবং ওয়েব টেক্সট রয়েছে। এটি অনেকটা মানুষের মতো, কেননা হিউম্যান ডাটা থেকে এর প্রশিক্ষণ হয়েছে।
Discussion about this post