প্রযুক্তি ডেস্ক
ইন্টারনেট ব্রাউজার ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ বন্ধ হয়ে গেছে। প্রায় ২৭ বছর চালু থাকার পর এই ব্রাউজারটি বন্ধের ঘোষণা দেয় মাইক্রোসফট।
আজ বুধবার থেকে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারে ব্যবহৃত এই অ্যাপটি অকার্যকর হয়ে গেছে। কেউ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে চাইলে তাকে মাইক্রোসফটের নতুন ব্রাউজার ‘এজ’ এ নেওয়া হবে।
বন্ধ হওয়ার বিষয়টি জানিয়ে মাইক্রোসফট কর্তৃপক্ষ বলছে, ইতোমধ্যে তাদের নতুন ব্রাউজার ‘এজ’ ইন্টারনেট এক্সপ্লোরারের জায়গা নিয়ে নিয়েছে।
এর আগে প্রতিষ্ঠানটি ২০২০ সালে মাইক্রোসফট টিমস, উইন্ডোজ ১০ ও মাইক্রোসফট ৩৬৫ থেকে ইন্টারনেট এক্সপ্লোরার প্রত্যাহার করে।
প্রসঙ্গত, ১৯৯৫ সালে সালে যাত্রা শুরু করে ইন্টারনেট এক্সপ্লোরার। এই ব্রাউজার খুবই জনপ্রিয় ছিল এবং বিশ্বব্যাপী ব্যবহৃত সব ইন্টারনেট ব্রাউজারের ৯৫ শতাংশ দখলে রেখেছিল এটি। কিন্তু বর্তমানে আধুনিক সব ব্রাউজারের ফলে এর ব্যবহারকারীর সংখ্যা মাত্র ২ শতাংশ। মোজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোম আসার পর এক্সপ্লোরার-এর ব্যবহার অনেক কমে যায়। ব্রাউজারটি বেশ ধীরগতিরও ছিল।
Discussion about this post