ওয়্যারহাউজ বন্ধ না করে প্রয়োজনীয় বিভিন্ন উদ্যোগ নিয়ে কীভাবে কার্যক্রম পরিচালনা করা যায় সে বিষয়ে এখনও জোর প্রচেষ্ঠা চালাচ্ছে অ্যামাজন। এরই ধারাবাহিকতায় ওয়্যারহাউজে থার্মাল ক্যামেরা বসিয়েছে বিশ্বের শীর্ষ ই-কমার্স প্লাটফর্ম এবং যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম চাকরিদাতা প্রতিষ্ঠান। খবর রয়টার্স।
এই থার্মাল ক্যামেরার মাধ্যমে কর্মীরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে কিনা সেটি দ্রুত জানা যাবে। ফোরহেড থার্মোমিটারের চেয়ে এটি দ্রুত ও দূর থেকে কাজ করে।
ক্যামেরাগুলো এর আশেপাশের তুলনায় কোনো ব্যক্তি কী পরিমাণ তাপ নির্সরণ করছে তা পরিমাপ করতে পারে। এর মাধ্যমে কেউ জ্বরে আক্রান্ত কিনা সেটি দ্রুত জানা যাবে।
অ্যামাজনের যুক্তরাষ্ট্রের ওয়্যারহাউজে ইতিমধ্যেই ৫০ এর অধিক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে কর্মীরা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। আবার কেউ কেউ চাকরি ছেড়ে দিয়েছে। ইউনিয়ন এবং নির্বাচিত অফিশিয়ালরা ভবন বন্ধ করে দেয়ার জন্য অ্যামাজনকে জানিয়েছে।
ডিবিটেক/বিএমটি
Discussion about this post