সৌদি আরবে ’আবশির’ অ্যাপের মাধ্যমে অনলাইনে নবায়ন করা যাবে ড্রাইভিং লাইসেন্স। দেশটির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি ট্রাফিক বিভাগ তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনাভাইরাস প্রতিরোধে বর্তমানে চলা কারফিউয়ের মাঝে কারো পক্ষেই ট্রাফিক অফিসে গিয়ে লাইসেন্স নবায়ন করা সম্ভব না। এ কারণে সকলের সুবিধার্থে অনলাইনেই লাইসেন্স করার সুবিধা করে দিচ্ছে ট্রাফিক কর্তৃপক্ষ।
চলতি সপ্তাহের শুরুর দিকে যানবাহনের এস্তেমারা (রেজিস্ট্রেশন) রিনিউ করা জন্য যানবাহন ফাহাস (ইন্সপেকশন) এর দরকার হবে না বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। এর ফলে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই সকলে নিজেদের গাড়ি বা যানবাহনের রেজিস্ট্রেশন নবায়ন করতে পারবেন।
Discussion about this post