অনলাইন ডেস্ক
নতুন একটি ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে, আকারে যেটি চোখের পাপড়ির সমান। তাই খালি চোখেই সেটি দেখা যায়। গত বৃহস্পতিবার ‘জার্নাল সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটি বলেছেন বিজ্ঞানীরা।
ক্যারিবীয় অঞ্চলে ফ্রান্সের গুয়াদলুপ দ্বীপের ম্যানগ্রোভ বনে ‘থিওমারগারিটা ম্যাগনিফিকা’ প্রজাতির এই ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে। এটির দৈর্ঘ্য দুই সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আকারে ব্যতিক্রম এই ব্যাকটেরিয়ার গড় কোষের দৈর্ঘ্য ৯ হাজার মাইক্রোমিটারের বেশি। বেশির ভাগ ব্যাকটেরিয়া কোষের দৈর্ঘ্য দুই মাইক্রোমিটারের মতো হয়। যদিও বড়গুলো ৭৫০ মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে।
নতুন ব্যাকটেরিয়াটি ঠিক কতটা বড়, তা বোঝাতে যুক্তরাষ্ট্রের সমুদ্র জীববিজ্ঞানী ও বিজ্ঞানী জ্যঁ-ম্যারি ভল্যাদঁ বুধবার বলেছেন, ‘এই ব্যাকটেরিয়া অন্য প্রজাতির ব্যাকটেরিয়া থেকে কতটা বড়, সেটা বোঝাতে আমরা বলতে পারি, এটা মাউন্ট এভারেস্টের সমান লম্বা একজন মানুষ খুঁজে পাওয়ার মতো।’ একটি ‘থিওমারগারিটা ম্যাগনিফিকা’ ব্যাকটেরিয়ার যতটা জায়গা প্রয়োজন, সেখানে অনায়াসে ৬ লাখ ২৫ হাজারের বেশি ই-কোলাই ব্যাকটেরিয়ার জায়গা হয়ে যাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সন্ধান পাওয়া এই ব্যাকটেরিয়ার আকার মানুষের চোখের পাপড়ির সমান। ফ্রান্সের আন্তিলেস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক এবং গবেষণা প্রতিবেদনটির সহলেখক অলিভিয়ার গ্রস সাংবাদিকদের বলেন, ‘এই আবিষ্কার অণুজীববিজ্ঞানকে অনেক সমৃদ্ধ করবে।’
Discussion about this post