অনলাইন ডেস্ক
শুক্রবার( ২২ জুলাই ) মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় ইনফো সরকার ৩ প্রকল্পের আওতায় স্থাপিত সংযোগ বিষয়ে মতবিনিময় সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন,বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দ্রুত সচল করা হবে।
আমার গ্রাম আমার শহর রূপকল্প বাস্তবায়নে আইএসপিদের মাধ্যমে ঘরে ঘরে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেয়া হবে । সেই লক্ষ্য বস্তাবায়নে ইডিসি প্রকল্পের আওতায় এবার সাড়ে ৩ হাজার ভূমি অফিস, ১৮ হাজার স্বাস্থ্য সেবা কেন্দ্র, এবং স্কুল-কলেজ মিলিয়ে এক লাখ ৯ হাজার ব্রডব্যান্ড সংযোগ দেয়া হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
সুলভমূল্যে উচ্চগতির ইন্টারনেট ঘরে ঘরে পৌঁছে দিতে কানেক্টেড বাংলাদেশ প্রকল্পে সকল দুর্গম অঞ্চলে ইন্টারনেট পৌঁছে যাবে বলেও জানান প্রতিমন্ত্রী।
ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দেয়া প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নির্দেশনা অনুযায়ী, ইউনিয়নের পরে প্রত্যেক গ্রাম পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে ফাইবার অপটিক পৌঁছে দেবো।
গত ১৩ বছরের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, এখন উপজেলা গুলোতে জেলার মতো সুবিধি মিলছে। এবার ২০৪১ সালে উদ্ভাবনী, সাশ্রয়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো হবে ডিজিটাল ইকোনোমির কেন্দ্রবিন্দু। আর বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর স্লোগান বাস্তবায়নে আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভিইডারদের সাথে বিটিআরসিকে নিয়ে দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন থেকে পয়েন্ট অব প্রেজেন্স থেকে গ্রাম পর্যন্ত যাওয়ার জন্য একটি প্রাইস ঠিক করে দিতে আবারো নির্দেশনা দেবো। আপনাদের সমস্যাগুলো সমাধানে স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে উদ্যোক্তাদের নিরাপদ রাখার আন্তরিক চেষ্টা করবো।
হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে শতাধিক ইউডিসি সংযুক্ত ছিলেন।
Discussion about this post