প্রযুক্তি ডেস্ক
ব্যবহারকারীদের নিরাপত্তার কথা চিন্তা করে প্লে স্টোর থেকে ক্ষতিকারক অর্ধশত অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল। সাইবার ক্রাইম আর হ্যাকিং প্রতিরোধে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে বলে জানানো হয়েছে।
গুগল জানিয়েছে, সরিয়ে ফেলা অ্যাপগুলো ব্যবহারকারীদের জন্য ক্ষতিকারক। তাই এসব অ্যাপ যদি আপনার মোবাইলে এখনও ইনস্টল করা থাকে তবে এখনই তা আনস্টল করুন।
সরিয়ে নেয়া এই ৫০টি অ্যাপের সবগুলোই ম্যালওয়্যারের অর্ন্তভুক্ত। ম্যালওয়ার অ্যাপস মূলত টার্গেট করে অ্যান্ড্রয়েড ডিভাইসকে। এখন সবাই অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করায় খুব সহজেই এই ম্যালওয়্যার আপনার ফোন থেকে চুরি করে নিতে পারে মেসেজ, ফোন নম্বর, ডিভাইসের তথ্যসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।
সরিয়ে নেয়া এসব অ্যাপের মধ্যে রয়েছে স্মার্ট মেসেজ, প্রাইভেট মেসেঞ্জার, টেক্সট ইমোজি এসএমএস, ব্লাড প্রেশার চেকার, ফানি কীবোর্ড, থিমস ফটো কীবোর্ড, ফন্টস ইমোজি কীবোর্ড, স্মাইল ইমোজি ইত্যাদি।
Discussion about this post