করোনা এই মহামারিকালে গ্রুপ ভিডিও কলিং জনপ্রিয়তা পেয়েছে। হোম কোয়ারেন্টিনে থেকে অনেকেই অফিসে কাজ সেরে নিচ্ছেন। তখন সহকর্মীদের সঙ্গে ভিডিও কলের প্রয়োজনীয়তা দেখা দেয়। ভিডিও কলের জন্য বেশ কয়েকটি কোম্পানির অ্যাপ রয়েছে। গুগলেরও ভিডিও কলিং অ্যাপ আছে। নাম গুগল মিট। চাইলে সরাসরি জিমেইলে থেকেও গুগল মিটে প্রবেশ করে গ্রুপ ভিডিও কল অংশ নেয়া যায়।
গুগলের মেন্যুতেই রয়েছে গুগল মিটে লগইন করার সুবিধা। জিমেইল অ্যাকাউন্ট থাকলেই হয়। গুগল মিটের জন্য আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হয় না। জিমেইল ছাড়াও গুগলের জি সু্ইট ব্যবহারকারীও সরাসরি সি সুইট থেকে গুগল মিটে ভিডিও কল করতে পারে। জি সুইটের মেন্যুবারে এই অপশনটি দিয়েছে গুগল।
জিমেইল, জি সু্ইট থেকে সরাসরি ভিডিও কলে অংশ নেয়ার এই সুবিধা কেবলমাত্র ডেস্কটপেই পাওয়া যাবে। গুগল জানিয়েছে শিগগিরই ফিচারটি ফোনের জন্যও নিয়ে আসা হবে।
Discussion about this post