অনলাইন ডেস্ক
আমাদের প্রতিদিনের জীবনে কম্পিউটার বেশ গুরুত্বপূর্ণ বিষয়; বিশেষ করে যাঁরা চাকরি করেন, এ যন্ত্রটি ছাড়া তাঁদের একমুহূর্ত চলে না। এখানেই লেখালেখি, এখানেই হিসাব, এখানেই বিনোদন। ফলে দীর্ঘ সময় আমাদের কম্পিউটার ব্যবহার করতেই হয়। আমাদের দেশ মূলত ধুলোবালির দেশ। তাই কম্পিউটারের কিবোর্ডে প্রচুর ধুলোবালি জমা হয়। এটি যেমন অপরিচ্ছন্নতা সৃষ্টি করে, তেমনি স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। খুব সহজে কিবোর্ড পরিষ্কার করার কিছু কৌশল রয়েছে।
- কিবোর্ডে জমা ধুলো দূর করতে সেটি উল্টো করে ধরুন, হালকা নাড়ুন এবং উল্টো পাশে মৃদু চাপড় দিন। এতে কিবোর্ডের ওপরে থাকা ধুলোবালি চলে যাবে। কোনো কিছু থেকে গেলে ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলুন। প্রয়োজনে ভেজা কাপড় চিপে নিয়ে মুছে ফেলুন।
- কমপ্রেসড এয়ার ব্যবহার করুন। কমপ্রেসড এয়ার কনটেইনার পাবেন যেকোনো বড় স্টোর বা সুপার শপে। শুরুতে কিবোর্ড খুলে সামান্য ঝেড়ে নিন উপুড় করে। কনটেইনারটি ভালো করে ঝাঁকিয়ে নিন। কিবোর্ডের ফাঁকে ফাঁকে বিভিন্ন দিক থেকে স্প্রে করুন। এই প্রক্রিয়ায় খুব সহজেই কিবোর্ডে জমা ধুলোবালি দূর করতে পারেন।
- ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন। বাজারে খুব সস্তায় আর সহজেই পেয়ে যাবেন জিনিসটি। অন্য অনেক কাজের মতো কিবোর্ড পরিষ্কারেও ভালো সহযোগিতা করতে পারে এটি। শুরুতে কিবোর্ডটি খুলে নিন। ভ্যাকুয়াম ক্লিনার চালু করে কিবোর্ড থেকে হালকা দূরত্বে রাখুন। নিয়মিত এটির ব্যবহারে কিবোর্ডে ধুলো জমতে পারবে না।
- অ্যালকোহল দিয়ে মুছুন। অ্যালকোহলের নাম শুনে কি আঁতকে উঠলেন? জিনিসটা অনেক ভালো কাজেও লাগে। ঘরে থাকা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন কিবোর্ড পরিষ্কার করতে, এতে অ্যালকোহল থাকে। এক টুকরো তুলা বা হালকা কাপড় তাতে ভিজিয়ে পানি নিংড়ে নিয়ে কিবোর্ড ভালো করে মুছুন।
- কিবোর্ডের কি বা চাবিগুলো, অর্থাৎ যেগুলোতে চাপ দিয়ে আমরা লিখি, সেই কিগুলো খুলে ফেলুন এবং ভালো করে পরিষ্কার করুন। আলাদাভাবে প্রতিটি চাবি পানি দিয়ে ধুয়ে তারপর শুকিয়ে ফেলুন। চাবিগুলো আবার কিবোর্ডে রাখার আগে রোদে শুকিয়ে বা গামছা দিয়ে ভালো করে মুছে নিন।
Discussion about this post