অনলাইন ডেস্ক
প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের সকল প্লাটফর্মে সকল বিজ্ঞাপনদাতাদের পরিচয় যাচাই করবে। কিছুদিনেই মধ্যেই এই যাচাই প্রক্রিয়া শুরু করবে প্রতিষ্ঠানটি। মূলত বিজ্ঞাপন ও বিজ্ঞাপনদাতাদের বিষয়ে স্বচ্ছতা আনতে এই উদ্যোগ নিয়েছে গুগল। খবর রয়টার্স।
এই উদ্যোগের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো ও হয়রানি বন্ধ হবে বলে প্রত্যাশা করছে গুগল।
কোম্পানির এক ব্লগ পোস্টে জানানো হয়, সংশ্লিষ্ঠ বিজ্ঞাপনদাতাদের ব্যক্তিগত পরিচয়পত্র, ব্যবসায়ের প্রয়োজনীয় দলিলাদি জমা দিতে হবে। এর মাধ্যমে তারা কে এবং কোন দেশে কী পরিচালনা করছে সেটি জানা যাবে।
বর্তমানে গুগলের প্লাটফর্মে শুধুমাত্র রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে পরিচয় যাচাই করা হয়। এছাড়া যারা নিম্নমানের বিজ্ঞাপন দেয়, উদাহরণস্বরূপ যারা করোনাভাইরাস মহামারীকে লক্ষ্য করে ভুয়া মেডিকেল মাস্ক বিক্রির বিজ্ঞাপন দেয়ার চেষ্টা করছে তাদেরকে বাছাই করতে মাঝে মাঝে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে এই যাচাই প্রক্রিয়া শুরু হবে এবং ধারাবাহিকভাবে বিশ্বব্যাপী সেটি চলবে। পুরো প্রক্রিয়া শেষ হতে কয়েক বছর লাগতে পারে বলে প্রত্যাশা করছে গুগল।
শিগগিরই ব্যবহারকারীরা বিজ্ঞাপনের পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের তথ্যও জানতে পারবে।
Discussion about this post