অনলাইন ডেস্ক
শুরু হয়েছে অপোহ্যাক ২০২২। এর দুটি অফলাইন প্রাথমিক রাউন্ডের প্রথমটি গত ১৭-১৮ সেপ্টেম্বর উত্তর আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এবং অপরটি অপো ইউএস গবেষণা কেন্দ্রে ২৪-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কালারওএস। একইসঙ্গে এ সময় অনলাইন প্রাথমিক রাউন্ডও চালু করা হবে।
প্রতিটি প্রাথমিক রাউন্ডের শীর্ষ তিন জনকে একটি ফাস্ট পাস দেওয়া হবে। দু’টি প্রাথমিক রাউন্ডে সব অংশগ্রহণকারীকে স্কোর র্যাঙ্কিং করে, ১০ জন ফাইনালিস্ট চূড়ান্ত রাউন্ডে ৪০ হাজার ডলার প্রাইজের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ অনুষ্ঠানের লক্ষ্য হলো— বৈশ্বিক পণ্য উৎপাদনকারীদের উদ্ভাবনী প্রযুক্তি বিনিময় এবং সহযোগিতা করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা এবং মানুষের জীবন পরিবর্তনের জন্য বিভিন্ন প্রযুক্তির বাস্তবিক প্রয়োগ করা।
অপোহ্যাক ২০২২ গত ২৩ মে উদ্বোধন করা হয়। যেখানে ৫০টিরও বেশি দেশ এবং অঞ্চল থেকে আগ্রহীরা অংশ নেন।
বিশ্বব্যাপী ডেভেলপারদের অনুপ্রাণিত করতে এবং সর্বত্র বিদ্যমান সেবার ভবিষ্যত নিয়ে আলোচনা করার জন্য তিনটি টেক গ্যারেজ কার্যক্রম অনলাইনে চালু করা হয়েছে।
Discussion about this post